ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন ইসির

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন ইসির

রয়েল ভিউ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট করতে নতুন প্রকল্প অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম সংক্রান্ত এ প্রকল্প দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ তথ্য দেন। 

কর্মকর্তারা জানান, এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৭১১ কোটি টাকা। প্রকল্পে ২ লাখ ইভিএম কেনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যয় ধরা হয়েছে। 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমরা কমিশন অনুমোদন করেছি। একনেকে এটির চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তার আগে জনবল সংক্রান্ত একটি বৈঠক করা হবে অর্থমন্ত্রণালয়ের সাথে।