এবার কচুর ভেতর মিলল ইয়াবা

এবার কচুর ভেতর মিলল ইয়াবা

ডেস্ক রিপোর্ট:
এবার কচুর ভেতর মিলল ইয়াবা। অভিনব এই পদ্ধতিতে মাদক পাচার করতো তিন বোন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারলেও শেষ রক্ষা হয়নি।

চট্টগ্রামের হাটহাজারীর নিয়ামত আলী রোড থেকে ৩ জনকে ১৮ হাজার ৬শ' পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। আটক ৩ বোন আসমাউল হুসনা, হালিমা ও ফাতেমা। ৩ বোনের মধ্যে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে ফাতেমা। র‌্যাব জানিয়েছে, শুধু তিনজন নয়, ওই পরিবারের ৮ বোনই জড়িত ইয়াবা ব্যবসার সাথে।

র‌্যাব জানায়, কচুর ভেতর থেকে সবকিছু বের করে কৌশলে ইয়াবা রেখে আঁঠা দিয়ে জোড়া লাগিয়ে দেয়া হতো। কেউ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য কচুর সাথে রাখা হতো বিভিন্ন ধরনের সবজি। ইয়াবা পাচারের সময় কক্সবাজার থেকে চকোরিয়া এসে আলাদা হয়ে যেত তারা। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মহাসড়কের বদলে বিভিন্ন ছোট সড়ক ও বান্দরবান হয়ে নদী পথে রাংগুনিয়া হয়ে চট্টগ্রামে আসতো তিন বোন।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, কখনও পেটে আবার কখনও সবজির মধ্যে ইয়াবার ব্যবসা চলত। কিন্তু এবার কচুর মধ্যে ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। কচুর ভেতরটা ফাঁকা করে সেখানে ইয়াবা রেখে অন্যান্য সবজির সাথে তারা চালান দিত। এই পদ্ধিতে আসলে ধরা পড়ার সুযোগ কম থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ খুব সহজেই ফাঁকি দেয়া যায়। তবুও তারা ধরা পড়েছে।

তিনি আরও বলেন, এই কাজের সাথে মহিলারাও জড়িত। এমনকি শিশুদেরও এর সাথে সম্পৃক্ত করা হয়। যাতে বোঝা যায় যে তারা পারিবারিকভাবে কোথাও যাচ্ছে। এভাবেই নতুন নতুন পন্থা বের করে তারা ইয়াবার চালান করে থাকে। তবে আমাদের পক্ষ থেকেও নানা গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। তারা যতোই নতুন পন্থা বের করুক, আশাকরি তা আমরা বের করতে পারব।