এ বছর জেএসসি পরীক্ষার খুব বেশি সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এ বছর জেএসসি পরীক্ষার খুব বেশি সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

রয়েল ভিউ ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার খুব বেশি সুযোগ নেই। মঙ্গলবার গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না হলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা দিতে হবে।  তিনি বলেন, অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষার খুব বেশি সুযোগ থাকছে না বলে মনে হচ্ছে। যদি জেএসসি-জেডিসি না হয়, তাহলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অন্যান্য শ্রেণির মতো সমাপনী পরীক্ষা দিতে হবে।

করোনা মহামারির কারণে গত বছরও সরকার জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করে।