কৃষ্ণসাগর শস্য চুক্তির  মেয়াদ বেড়েছে: এরদোয়ান

কৃষ্ণসাগর শস্য চুক্তির  মেয়াদ বেড়েছে: এরদোয়ান

রয়েল ভিউ ডেস্ক: কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 
গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এদিন ৩০ হাজার টন ভুট্টা নিয়ে সর্বশেষ শস্য রপ্তানির চালান ইউক্রেনের চর্নোমোর্স্ক বন্দর ছাড়ার পর একে পার্টির কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এরদোয়ান চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানান।
তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রয়া জানায়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরে প্রতিক্রিয়া জানাবে ক্রেমলিন। 
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’র মেয়াদ। ২০২২ সালের জুলাইতে হওয়া এই চুক্তির মেয়াদ না বাড়ালে আমদানিনির্ভর দেশগুলো বিপাকে পড়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।