ছাতকে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতকে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি::

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন’ স্লোগানে বাংলাদেশ পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে ছাতক থানা প্রসাশন। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি  এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

বুধবার বিকেলে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিটের আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা মানিকগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুল খালিক, ছাতক উপজেলা যুবলীগের সহ সভাপতি সাবেক মেম্বার সুহেল মিয়া, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এসআই মহিন উদ্দিন, ইউপি সদস্য দবির উদ্দিনসহ প্রমুখ।

ওসি মাহবুবুর রহমান বলেন, গত কয়েক মাসে এই থানা এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ শিল্পনগরী ছাতক গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল ছাতক  থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।