ছাতকে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান

ছাতকে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান

ছাতক সংবাদদাতা : ছাতকে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ মামলা রুজু করা হয়। সিলেট বিদ্যুৎ আদালতের জেলা যুগ্ম দায়রা জজ আব্দুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। 

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ৬ লাখ ৫ হাজার ৫৫৫ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় শহরের বৌলা, তাতিকোনা, চরেরবন্দ, ছাতকবাজার এবং উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার ও শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে আবাসিক ও বানিজ্যিক ১৬টি সংযোগ বিচ্ছিন্নকরন সহ বিদ্যুৎ আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযানে ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী মাহবুবুল হাসান, উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন, ফজলে হাসান রাব্বী সহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।