নিউইয়র্কে লেখক সোনিয়া কাদির রচিত ‘বাংলাদেশ টু আমেরিকা’ বইয়ের প্রকাশনা উৎসব 

নিউইয়র্কে লেখক সোনিয়া কাদির রচিত ‘বাংলাদেশ টু আমেরিকা’ বইয়ের প্রকাশনা উৎসব 

রয়েল ভিউ ডেস্ক:
নিউইয়র্কে লেখক সোনিয়া কাদির রচিত ‘বাংলাদেশ টু আমেরিকা’ বইয়ের প্রকাশনা উৎসব গত ১৫ মে রোববার অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সোনিয়া কাদেরের বাংলাদেশ টু আমেরিকা বইটি বাঙালির প্রবাসযাত্রার ইতিহাস খোঁজতে একটা সূত্র হিসেবে কাজ করবে। শত বছর আগে লেখকের বাবার আমেরিকা প্রবাসী হওয়ার নানা খবর জানার সুযোগ পাওয়া যাবে বইটিতে। বইটিতে ইতিহাসের উপদান যেমন রয়েছে, তেমনি রয়েছে এক অভিবাসীবাবার প্রতি কন্যার দরদভরা আকুতি। বাংলাদেশ টু আমেরিকা গ্রন্থে নানা সীমাবদ্ধতা থাকলেও বইটি পাঠিকপ্রিয়তা পাবে এবং অনেকের মনোযোগের বিষয় হয়ে ওঠবে।

অধ্যাপক মতলুব আলীর সভাপতিত্বে এবং ছড়াকার মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদ উল্লাহ, হাসান ফেরদৌস, এম এম শাহীন, সউদ চৌধুরী এবং মোশাররফ হোসেন।

বক্তারা লেখিকা সোনিয়া কাদিরের প্রয়াসের ব্যাপক প্রশংসা করে বইয়ের পরবর্তী সংস্করণে ভুল-ত্রুটি সংশোধন করার আহ্বান জানান। গ্রন্থপ্রণেতা সোনিয়া কাদির তাঁর বক্তব্যে এমন আয়োজনে নিউইয়র্কের বিজ্ঞজনদের উপস্থিত থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর লেখালেখি এবং উৎসের সন্ধানে ব্রতী হওয়ার পেছনে স্বামীর ভূমিকা কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তাঁর সৃষ্টিশীল কর্মে সবাইকে পাশে পাবেন এ প্রত্যাশা করে বইটি পৃথিবীর সকল অভিবাসী মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে বলে উল্লেখ করেন। উৎসর্গপত্রে কবিতা আবৃত্তি করেন গোপন সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস সাবিরা মীম। লেখকের পরিচয় তুলে ধরেন বেনজীর সিকদার। বই থেকে পাঠ করেন লিউনা মুহিত, আনুম মাহদীয়া, তামান্না আহমেদ শান্তি, আনোয়ারুল লাভলু এবং মানহা রেহমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, ইব্রাহিম চৌধুরী, নাসরিন আহমেদ, মাইন উদ্দিন, নীরা কাদরী, মিশুক সেলিম, পলি শাহিনা, ইশতিয়াক রুপু, মাসুম আহমেদ, সারওয়ার চৌধুরী, খালেদ সরফুদ্দিন, তোফায়েল চৌধুরী, মনিজা রহমান, কাজী আতিক, বুরহান উদ্দিন কফিল, শামীম আহমেদ, রানু ফেরদৌস, রহমান মাহবুব, শামীম আহমদ প্রমুখ।

অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল শুভেচ্ছাবাণী দেন কবি শামীম আজাদ, লেখক-নাট্যকার-স্থপতি শাকুর মজিদ, কবি দিলু নাসের, ড. আবুল ফাতেহ ফাত্তাহ, ড. সাদিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বইয়ের প্রকাশক আহমেদ সেলিম, প্রচ্ছদশিল্পী অরুপ বাউল ও ডা. মানসুর আলী।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত কৃতী বিজ্ঞানী রফিক উদ্দিন আহমেদকেও স্মরণ করা হয়। নিউইয়র্কের সাংবাদিক-সাহিত্যিক, সোনিয়া কাদিরের একান্ত পারিবারিক লোকজন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রন্থের লেখক সোনিয়া কাদিরকে তাঁরা অভিবাদন জানান। তাঁর রচিত ‘বাংলাদেশ টু আমেরিকা’ বইয়ের ভুয়সী প্রশংসা করেন। এসময় লোকজনকে ব্যাপকভাবে বইটি কিনতে দেখা গেছে।
অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাংলাদেশী-আমেরিকান লেখক সোনিয়া কাদির।