নগরীতে মোমেন ফাউন্ডেশনের ২ হাজার কম্বল বিতরণ

নগরীতে মোমেন ফাউন্ডেশনের ২ হাজার কম্বল বিতরণ


আর্ত মানবতার সেবায় নিয়োজিত ‘মোমেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সিলেট মহানগরীতে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ও আগের দিন রোববার নগরীর বিভিন্ন স্থানে প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানে সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী মিসেস সেলিনা মোমেন বলেন, মোমেন ফাউন্ডেশন আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে। বন্যাসহ যে কোন দুর্যোগময় মুহূর্তে মোমেন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার কল্যাণে এ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
মোমেন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয় গতকাল সোমবার নগরীর নবগঠিত ৩৫ নম্বর ওয়ার্ড, টুলটিকর, মেজরটিলা, মোহাম্মদপুর এলাকায় প্রায় ১ হাজার ২শ’ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহজালাল ব্যাংক এর ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও মোমেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল প্রমুখ।
গত রোববার নগরীর ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, ৩৯ নম্বর ওয়ার্ড মুন্সী পাড়া, চৌকিদেখি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। মোমেন ফাউন্ডেশন-এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।-বিজ্ঞপ্তি