নেত্রকোণায় শাপলা ও পদ্মবিল দেখতে দর্শনার্থীর ভিড়

নেত্রকোণায় শাপলা ও পদ্মবিল দেখতে দর্শনার্থীর ভিড়

রয়েল ভিউ ডেস্ক:
শাপলা ও পদ্ম ফুলের বড় রাজ্য নেত্রকোণার সদর উপজেলায়। এখানকার ঘোড়াদিঘী আর গবিনচাতুল বিল এখন ভরে আছে দৃষ্টিনন্দন দুই ফুলে।

বিলের পানিতে ফোটা ফুল আনাগোনা বাড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। তবে, ফুল নষ্ট করা, বিলে নৌকায় ঘুরতে বেশি ভাড়া আদায় আর নিরাপত্তা নিয়ে অভিযোগ আছে দর্শনার্থীদের।

গোলাপি শাপলায় ভরে আছে নেত্রকোণা সদরের কেগাতি ইউনিয়নের ঘোড়াদিঘী বিল। সেখানের তিন গ্রামের মাঝে ৫০ একর জায়গাজুড়ে এই বিলে ফুটে আছে অসংখ্য শাপলা।

অন্যদিকে ১০০ একর জায়গাজুড়ে চল্লিশা ও কাইলাটি ইউনিয়নের শ্রীধরপুর, নুরপুর, বামনমুখ ও কাইলাটি গ্রামের গবিনচাতুল বিলে ফুটে আছে অসংখ্য পদ্ম। যা মুগ্ধ করছে দর্শনার্থীদের।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা ও পদ্মবিলে ভিড় করছেন মানুষ। জেলার বাইরে থেকেও আসছেন অনেকে। নৌকায় করে ঘুরে দেখছেন ফুল। ফুলের সাথে ছবিও তুলছেন।

তবে বিলে ঘুরতে এসে অভিযোগও করছেন কেউ কেউ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, যে কেউ ফুল নষ্ট করে ফেলা এবং নৌকার বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তাদের।


প্রাকৃতিক এই সৌন্দর্য রক্ষায় এবং দর্শনার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার নির্বাহী অফিসার।

দৃষ্টিনন্দন এই দুই বিলের উন্নয়নে প্রশাসন আরও নজর দিলে পর্যটকের ভিড় বাড়বে মনে করছেন জেলার মানুষ।