নবীগঞ্জে অপহরণকৃত শিশু উদ্ধার

নবীগঞ্জে অপহরণকৃত শিশু উদ্ধার

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আছিপুর থেকে দুই বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবীর প্রায় ৩ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত এক মাস পূর্বে আছিপুর গ্রামের শেখ আব্দাল মিয়ার বাড়িতে কৃষি কাজে যোগ দেয় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের ছুরাব উল্লার পুত্র জসিম মিয়া (২৫)।

সে ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে আব্দাল মিয়ার ২ বছরের শিশু পুত্র ফারাবি আহমদকে অপহরণ করার চিন্তা করে। কিছু দিন চিন্তা ভাবনার পর এক পর্যায়ে গত রোববার দুপুর ২টার দিকে দোকান থেকে বিস্কুট এনে দেবার কথা বলে শিশু ফারাবিকে জসিম কোলে করে নিয়ে যায়। এরপর থেকে সে ঐ শিশুকে নিয়ে আত্মগোপন করে। পরে ঘন্টা খানেক পর শিশুর বাবার কাছে মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবী করে। এমন কি মুক্তিপণ না দিলে শিশুকে হত্যা করে গুম করে ফেলবে বলে জানায়।
আব্দাল মিয়া সাথে সাথে বিষয়টি হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলীকে জানান। তিনি থানার এসআই ও মিডিয়া অফিসার মোঃ সজিব মিয়াকে দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর অপহৃত শিশু উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হন অপহরণকারী জসিম ওই শিশুকে নিয়ে বাহুবল উপজেলার ঘরিকান্দি নামের একটি বাগানে অবস্থান করছে। ঐ দিন বিকাল ৫টার দিকে এসআই সজিব, এসআই শুভ দাশ, এএসআই হাবিবুর রহমান সহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহরণকারী জসিমকে আটক করেন। পরে জসিমের স্বীকারোক্তি মতে, ওই স্থান থেকে শিশু ফারাবিকে উদ্ধার করে পুলিশ। 

গত সোমবার বিকেলে হবিগঞ্জ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনায় ঐ শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, জসিমকে আটক করার পর আদালতে প্রেরণ করলে সে তার দোষ স্বীকার করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার চার্জশীট দ্রুত আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।