নারী ও শিশু নির্যাতন বন্ধের অঙ্গীকারে মে মোমেন্ট উদযাপন

নারী ও শিশু নির্যাতন বন্ধের অঙ্গীকারে মে মোমেন্ট উদযাপন

স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধের অঙ্গীকার নিয়ে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে মে মোমেন্ট উদযাপন করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ‘ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসূচি ও র‌্যালী। গণসচেতনতামূলক এ কর্মসূচিতে শতাধিক তরুণ-তরুণী, ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন। 
এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ বলেন, বাল্যবিয়ে শিশু নির্যাতন নারী ও শিশু অধিকার লংঘনের অন্যতম বিষয়। সর্বোপরি এসব বিষয় সামাজিক ও আইনগত অপরাধ। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজ জাগ্রত হলে এর কুফল থেকে আমরা রক্ষা পাব। 
ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনাস হাবিব কলিন্স, ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান, তপতি রানী সরকার, অদিতি পালমা, মেরিয়ান রোজারিও, সুফিয়া বেগম প্রমুখ। 
সভাপতির বক্তব্যে কাজল দ্রং বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে আমাদের কিছু করণীয় রয়েছে। এ ক্ষেত্রে ব্যাপক গণসচেতনতার বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগ ওয়ার্ল্ড ভিশন’র আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।