পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন সম্ভব : ড. মনজুরুল ইসলাম

পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন সম্ভব : ড. মনজুরুল ইসলাম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসআরসিসি’র পরিচালক-১ (যুগ্ম সচিব) ড. মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের জমিসহ ঘর তৈরি করে দিচ্ছেন। এখন সরকারের হাতের দিকে না চেয়ে ঘরে বসে না থেকে নিজেদের আয় রোজগারের পথ নিজেরাই খুঁজে বের করতে হবে।

তিনি শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গড়ে তোলা মুজিববর্ষের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোঃ মনজুরুল ইসলাম বলেন, যেসব আশ্রয়ণ প্রকল্পের আশপাশে সরকারি জমি আছে সেখানে তাঁদের কবরস্থানের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে, তবে সব স্থানে তা সম্ভব হবে না। এজন্য তিনি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার পরামর্শ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান প্রমুখ।