প্রিয়নবী সা:-এর জীবন থেকে শিক্ষা নেয়া উচিৎ : আফ্রিদি

প্রিয়নবী সা:-এর জীবন থেকে শিক্ষা নেয়া উচিৎ : আফ্রিদি

রয়েল ভিউ ডেস্ক:
বিশ্বব্যাপী অসাধারণ জনপ্রিয়তা পাওয়া ক্রিকেটার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদির ধর্মানুরাগের কথা সবারই জানা। এবার তা আরো একবার প্রমাণ করলেন এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘প্রিয়নবী সা:-এর জীবন থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।’

সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আফ্রিদির এক ভিডিও সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই ভিডিওতে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে উপস্থাপক আফ্রিদিকে তার পাঁচ মেয়ে নিয়ে প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, ‘পাঁচ মেয়ের বাবা হয়ে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি।’

আফ্রিদি বলেন, ‘যেদিন বিশ্বনবী সা:-এর জন্ম হয়, ওই দিন কোনো কন্যা সন্তান পৃথিবীতে আসেনি। আল্লাহর রাসূল সা: ‘রহামাতুল্লিল আলামীন’ (বিশ্বজাহানের রহমত) স্বরূপ পৃথিবীতে এসেছেন। তাঁর জন্মের আগে মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো। কিন্তু তিনি আসার পর সেই বর্বরতার যুগ শেষ হয়। আমার বোধ হলো- প্রিয়নবী সা:-এর জীবন থেকে অনেক কিছু শেখা উচিৎ’

তাকে প্রশ্ন করা হয়, ‘লালা! আপনার পাঁচজন মেয়ে। আপনার কখনো ছেলে সন্তানের প্রতি আগ্রহ হয় না? আফ্রিদি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমি খুবই সৌভাগ্যবান যে, আমার পাঁচটি মেয়ে।’ এ সময় দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মেয়েদের এমন শক্তিশালী ও যোগ্য করে গড়ে তোলেন যে, কখনো যেন ছেলের অভাব অনুভূত না হয়।’

আফ্রিদি বলেন, ‘আমাদের এখানে ছেলেদের খুব গুরুত্ব দেয়া হয়। কিন্তু আমি আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে সুস্থ কন্যা সন্তান দান করেছেন। আমার জন্য এর চেয়ে বড় কোনো পুরস্কার নেই।’