ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের গ্রুপ ওয়ানের লড়াই শেষ হচ্ছে আজ। সেমিতে উঠতে হলে জয় পেতেই হবে পাঁচবারের ওয়ানডে চ্যাম্পিয়নদের। এমন সমীকরণে দাঁড়িয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে এখনও শিরোপা নিতে ব্যর্থ অজিরা। অপরদিকে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেয়ায় এই ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে অর্থহীন। 

ক্যারিবিয়দের বিপক্ষে থেকে অজিরা জয় পেলেও অপেক্ষা করতে হবে পরের ম্যাচে কারা জয় পায় তার জন্য। কেননা দক্ষিণ আফ্রিকা যদি উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামাতে পারে সেক্ষেত্রে উভয়ের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে যেতে হবে রান রেটের কাছে। এ ক্ষেত্রে যারা এগিয়ে থাকবে তারাই সেমিতে কোয়ালিফাই করবে। 

অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে। ক্যারিবিয়রা তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। হেইডেন ওয়ালশ দলে সুযোগ পেয়েছেন রবি রামপালের জায়গায়। আগের ম্যাচেই ক্যারিবিয়দের সেরা খেলোয়াড় ডুয়াইন ব্র্যাভো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়ায় এ ম্যাচটি হবে তার শেষ ম্যাচ।

এদিকে টি-টোয়েন্টির পরিসংখ্যান কথা বলছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া-উইন্ডিজ পাঁচবার মুখোমুখি হয়েছিল। জয়ের পাল্লা অবশ্য ক্যারিবিয়ানদের দিকেই ভারী। তারা জিতেছে ৩টিতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জয় ২টিতে। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচে ১৬ দেখায় ১০ জয় বর্তমান চ্যাম্পিয়নদের। অস্ট্রেলিয়ার জয় ৬টিতে। এখন দেখার অপেক্ষায় শেষ হাসি কোন দু’দলের।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্জ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ডুয়াইন ব্র্যাভো, আকিল হোসাইন ও হেইডেন ওয়ালশ।