বইপড়া উৎসবে শিক্ষার্থীদের  নাম নিবন্ধনের আহ্বান

বইপড়া উৎসবে শিক্ষার্থীদের  নাম নিবন্ধনের আহ্বান

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আবারও শুরু হয়েছে বইপড়া উৎসব। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এ উৎসবের চতুর্দশ আসর অনুষ্ঠিত হচ্ছে এবার। সিলেট জেলা পরিষদ এবং ইনোভেটর এর যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আসরে শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। 

উৎসব পরিক্রমার প্রথম ধাপ হিসেবে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হয়। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেটর এর স্বেচ্ছাসেবীরা রেজিষ্ট্রেশনের জন্য কাজ করছেন। ইনোভেটর এর ফেসবুক পেইজে দেয়া অনলাইন লিংকের মাধ্যমেও আগ্রহীরা নাম নিবন্ধন করতে পারবেন। এছাড়াও, জিন্দাবাজারস্থ বই বিপণী কেন্দ্র বাতিঘরেও বইপড়া উৎসবের ফর্ম পাওয়া যাবে। 
ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক এবং বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা প্রণবকান্তি দেব জানান, এবার শিক্ষার্থীরা দুটি পৃথক বিভাগে এ উৎসবে অংশ গ্রহণ করবে। ক বিভাগে ৬ষ্ঠ থেকে ৯ম এবং খ বিভাগে একাদশ থেকে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। দুটো বিভাগের শিক্ষার্থীরা পৃথক দুটি বইয়ের মাধ্যমে উৎসবে অংশ নেবে।
উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’- শ্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয় নিয়ে বইপড়া উৎসব এর আয়োজন করে যাচ্ছে ইনোভেটর। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড অর্জন করে ইনোভেটর। বিজ্ঞপ্তি