বিলেতে বাঙালি কমিউনিটিতে অবদান রাখায় শামসুদ্দিন খানকে সম্মাননা প্রদান

বিলেতে বাঙালি কমিউনিটিতে অবদান রাখায় শামসুদ্দিন খানকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যে এনআরবি ডে সেলিব্রেশন উপলক্ষে ‘সেইভ আওয়ার প্রপার্টিজ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে বিলেতে বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ শামসুদ্দিন খানকে বিশেষ সম্মান জানানো হয়। 

এদিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক ও বরেণ্য ব্যক্তিত্ব রাজনীতিবিদ শামসুদ্দিন খানের হাতে বিপিকেপি প্রদত্ত সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল করিম নাজিমসহ হলভর্তি বাঙালি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ করতালি দিয়ে তাঁকে সম্মান প্রদর্শন করেন।