বিশ্বকাপে আর্জেন্টিনার দুশ্চিন্তা "চোট"

বিশ্বকাপে আর্জেন্টিনার দুশ্চিন্তা "চোট"

রয়েল ভিউ ডেস্ক:
কাতার বিশ্বকাপ ২০২২ সামনে রেখে আবুধাবিতে ক্যাম্প করেছে আর্জেন্টিনা। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে শিষ্যদের পরখ করে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা ভালই সেরেছেন আলবিসিলেস্তারা। 

২০১৯ সালের জুলাইয়ের থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্জেন্টিনা। আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে দলটি। দলীয় ভারসম্যও দুর্দান্ত এবারের বিশ্বকাপ দলের। ফলে এই বিশ্বকাপে আক্ষরিক অর্থেই ফেভারিট আকাশি নীলরা।

তবে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের ইনজুরি চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। চোটের কারণে এরইমধ্যে শেষ হয়ে গেছে অনেক তারকা ফুটবলারের বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার ২৬ জনের চূড়ান্ত দলে রয়েছেন বেশকয়েকজন চোট আক্রান্ত ফুটবলার। এদের মধ্যে কয়েকজনকে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে খেলিয়েছন কোচ লিওনেল স্কালোনি। তবে খেলালেও তাদের ফিটনেস নিয়ে শঙ্কার জায়গা থেকেই যাচ্ছে।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন আনহেল ডি মারিয়া। অক্টোবরের মাঝামাঝিতে জুভেন্টাসের হয়ে খেলার সময় উরুর ইনজুরিতে পড়েন ডি মারিয়া। তবে সে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। বিশ্বকাপ দলে যোগ দেয়ার আগে ক্লাবের হয়ে খেলেছেন ৩টি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে তাকে ছন্দেই দেখা যায়। ম্যাচের ২৫ ও ৩৬ মিনিটে করা তার দুই গোল দলের জয়ে বড় অবদান রাখে।

চোটে ভোগা আরেক ফুটবলার মার্কোস অ্যাকুনাকে কাল শুরুর একাদশে মাঠে নামান স্কালোনি। কুচকির চোটে ভুগছেন এই লেফট ব্যাক। ম্যাচের প্রথমার্ধ্বের পুরোটা সময় খেলেন তিনি। তার বুদ্ধিদীপ্ত এক থ্রু থেকে নিজের প্রথম গোল করেন ডি মারিয়া। তবে খেললেও অস্বস্তি দেখা গেছে অ্যাকুনার মধ্যে। বিরতির পর আর তাকে মাঠেই নামান নি স্কালোনি। এখনো নিজের শতভাগ ফিটনেস ফিরে পাননি অ্যাকুনা। এ ম্যাচে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও শুরু থেকে খেলায় আর্জেন্টিনা। পেশির চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই মিডফিল্ডার। বদলি খেলোয়াড়দের তালিকায় নাম থাকলেও নিকোলাস গঞ্জালেসকে মাঠে  নামায় নি স্কালোনি। অ্যাকুনার মত ফিটনেসের সমস্যা রয়েছে তারও।

এছাড়াও পাওলো দিবালা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজের ইনজুরির জটিলতা রয়েছে। আরব আমিরাত ম্যাচের পর তাই খানিকটা আক্ষেপ ঝড়লো আর্জেন্টিনা কোচের কণ্ঠে। তবে কাতারে মাঠের লড়াইয়ের আগে ফুটবলাররা সেরে উঠবেন বলে বিশ্বাস তার। তবে তেমনটা না হলে পরিবর্তনের পথে হাটার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ফিফার নিয়মানুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে চোটে পড়া বা অসুস্থ ফুটবলারের বদলি নিতে পারবে দলগুলো।