ভ্রাম্যমান আদালতের অভিযান: নগরীর বিভিন্ন এলাকার  ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

ভ্রাম্যমান আদালতের অভিযান: নগরীর বিভিন্ন এলাকার  ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

রয়েল ভিউ রিপোর্ট:

সিলেটে সয়াবিন তেল থাকার পরও বিক্রি না করার অপরাধে ৭ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট নগরীর কালীঘাট, কাজীরবাজার, লামাবাজার, মদীনামার্কেট, আখালিয়া ও টুকেরবাজারে অভিযান চালায়। এসময় জরিমানা করা হয়।
 
অভিযানকালে গোদামে তেল থাকার পরও বিক্রয় না করা ও ঘষামাজা করে তেলের নির্ধারিত মূল্য পরিবর্তন করে অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও মো. সেলিম মিয়া। অভিযানে সহেযোগিতা করেন সিলেট চেম্বার অব কামার্সের একটি টিম, র‌্যাব-৯ এবং ৭ এপিবিএন এর একটি টিম।