মাধবপুরে দুর্যোগ সহনীয়  ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে গৃহহীনদের জন্য নির্মাণাধীন দুর্যোগ সহনীয় ঘরের পিলার ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাধবপুর উপজেলা ভূমি অফিস মনতলার তহশিলদার কুতুব উদ্দিন মাধবপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন (৮২৫, তাং- ১৬/০৭/২০২১)।

উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ভূমিহীনদের জন্য সরকারি জায়গায় দুর্যোগ সহনীয় ৫টি ঘর তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু কে বা কারা কৌশলে নির্মাণাধীন ঘরের পিলার ভেঙ্গে ফেলেছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ভূমি অফিসের লোকজন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। এ কারণে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।