মধ্যনগর উপজেলার সীমান্তে ২৪  বোতল ভারতীয় মদসহ আটক-১

মধ্যনগর উপজেলার সীমান্তে ২৪  বোতল ভারতীয় মদসহ আটক-১

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর বাজার এলাকা থেকে ২৬ বোতল ভারতীয় মদসহ মানিক চাঁন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আটককৃত মানিক চাঁন মোটর সাইকেলযোগে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় পুলিশ ওই মোটর সাইকেলটি থামিয়ে তল্লাশী করে। তল্লাশীকালে তার কাছে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদসহ মানিক চাঁন (২১) ও তার মোটর সাইকেলটি আটক করে থানায় নিয়ো যাওয়া হয়।

মাদক কারবারি মানিক চাঁন উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মানিক চাঁনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামী মানিক চাঁনকে জুডিশিয়াল কোর্টে চালান করা হয়েছে।