মেসির শয়নকক্ষে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

মেসির শয়নকক্ষে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

রয়েল ভিউ ডেস্ক:
ফুটবল বিশ্বের নন্দিত সুপারস্টার আর্জেন্টাইন লিওনেল মেসির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপের ভেন্যু কাতার। ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ জয়ের যে আক্ষেপ ছিল সেটি দূর হয় কাতারে। ফ্রান্সকে হারিয়ে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে প্রথমবার বিশ্ব শিরোপা জয়ের স্বাদ পান মেসি। বিশ্বকাপ চলাকালীন সময়ে কাতারে পুরোটা সময় মেসিরা থেকেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। 

মেসিদের এ যাত্রাকে অবিস্মরণীয় করে রাখতে ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছে কাতার বিশ্ববিদ্যালয়। কাতার বিশ্বকাপের সময় মেসি যে কক্ষে থেকেছেন সেই কক্ষটাকে জাদুঘরে রূপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। 

ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করে কাতার বিশ্ববিদ্যালয়। এক পোস্টে তারা লিখেন, কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি যে কক্ষটিতে ছিলেন সেটি ছোট জাদুঘরে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য যে, বিশ্বকাপ চলাকালে ২৯ দিন কাতার বিশ্ববিদ্যালয়ে ছিলেন মেসিরা। পুরো আর্জেন্টিনা দলকে জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। মেসিদের জন্য কাতার বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধারও কোনো কমতি রাখেনি।