যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ২০ মিনিট 

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ২০ মিনিট 

রয়েল ভিউ ডেস্ক:

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ৪৪ শিক্ষার্থী। আর এসব শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়ের বাইরেও তাদের জন্য অতিরিক্ত আরও ২০ মিনিট সময় বরাদ্দ করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবিব এতথ্য নিশ্চিত করেছেন।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় খুলনা জেলা থেকে ১৪ জন, সাতক্ষীরা জেলা থেকে ৯ জন, যশোর জেলা থেকে ৮ জন, কুষ্টিয়া জেলা থেকে ৫ জন, ঝিনাইদহ ও বাগেরহাট জেলা থেকে ৩ জন, চুয়াডাঙ্গা জেলা থেকে দুইজন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছেন। সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।

অধ্যাপক ড. আহসান হাবিব জানান, শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ৪৪ জন শিক্ষার্থীর জন্য বোর্ড কর্তৃপক্ষ অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ করেছে। সেইসঙ্গে বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী ২২৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। রোববার (৬ নভেম্বর) থেকে পরীক্ষা শুরু হবে।