লাখাইয়ে ইঁদুর মারার ওষুধ খেয়ে নবদম্পতির আত্মহত্যা

লাখাইয়ে ইঁদুর মারার ওষুধ খেয়ে নবদম্পতির আত্মহত্যা

রয়েল ভিউ ডেস্ক:
হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন এক নবদম্পতি।

রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

লাখাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর ও তানিয়ার মুঠোফোনে কথা বলার মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের প্রেম হয়। ১৩ দিন আগে তারা দুজনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর তানিয়া শ্বশুরবাড়ি নেওয়ার জন্য তার স্বামীকে চাপ দেন। কিন্তু স্বামী মোস্তাফিজুর রাজি হননি। কারণ হিসেবে তিনি বলেন, প্রেমের বিয়ে তার বাড়ির লোকজন মেনে নেবে না। পরে তানিয়া খোঁজ নিয়ে জানতে পারেন, মোস্তাফিজুরের বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। এরই জের ধরে তানিয়াকে হৃদয়ের সাথে যোগাযোগ না রাখতে বলেন স্বজনরা। কিন্তু তা মানেনি তানিয়া। হৃদয়ও তানিয়াকে ছাড়তে রাজী হননি। বার বার বলার পরও তানিয়ার স্বজনরা তাদের বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে গতকাল রোববার দিবাগত রাতে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তানিয়া বিষপান করেন। এ ঘটনার পর ক্ষোভে নিজেও বিষপান করেন মোস্তাফিজুর। পরে দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, প্রেমের বিয়ে তাদের স্বজনরা মেনে নেয়নি। রোববার রাতে ক্ষোভে-অভিমানে তারা ইঁদুর মারার ওষুধ খান। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিক দুজনকেই উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।