শীতের আগমনী বার্তা দিচ্ছে কুড়িগ্রামে ঘন কুয়াশা

শীতের আগমনী বার্তা দিচ্ছে কুড়িগ্রামে ঘন কুয়াশা

রয়েল ভিউ ডেস্ক:
কুড়িগ্রামে রবিবার ভোর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশা আর ঠাণ্ডা হাওয়া জনজীবনে শুরু হয়েছে অস্বাভাবিকতা। এতে জানান দিচ্ছে এবছরের শীতের আগমনী বার্তা। 

এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আগে ভাগেই উত্তরের জেলা কুড়িগ্রামে শীত নামতে শুরু করেছে। রবিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোররাত থেকে টিপটিপ বৃষ্টির মতো ঝরছে শিশিরের ফোটা। সড়কে ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে প্রথম দিনের মত চলাচল করছে যানবাহন। সেই সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ফলে তারা সময়মতো কাজে যেতে বেগ পান।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন আহমেদ জানান, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৭২ ঘণ্টা এ জেলার আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।