সৌদি আরবে প্রবেশে বিদেশিদের টিকা সনদ লাগবে না

সৌদি আরবে প্রবেশে বিদেশিদের টিকা সনদ লাগবে না

রয়েল ভিউ ডেস্ক :
সৌদি আরবে প্রবেশ করার সময় বিদেশিদের আর করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে না। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মহামারি প্রাদুর্ভাবের পরে যারা সৌদি আরবে ভ্রমণ করছেন তাদের উপর আরোপিত সব স্বাস্থ্য বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাধ্যতামূলকভাবে টিকা সনদ জমা দেওয়া, আসার আগে পিসিআর বা অ্যান্টিজেন টেস্ট যাতে অবশ্যই নেগেটিভ রেজাল্ট আসতে হবে এবং প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন।

এমন সময় সৌদি আরব বিধিনিষেধ প্রত্যাহার করলো যখন দেশটিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। দেশটিতে সংক্রমণের হার চার শতাংশের নিচে নেমে এসেছে। এছাড়া ১২ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠীর ৯৯ শতাংশকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।