সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার প্রচেষ্টা দেখেননি স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার প্রচেষ্টা দেখেননি স্বরাষ্ট্রমন্ত্রী

রয়েল ভিউ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আসেনি। প্রত্যেক জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছিলেন। তারা এখনও কোনো বিস্ফোরকের সন্ধান পায়নি। তবে অনুসন্ধান চলছে। আমাদের ধারণা, গ্যাস থেকে এ বিস্ফোরণ।

শনিবার (১১ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাহেরকুচি গ্রামের ঢালী’স আম্বার রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বিএনপি দলীয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপনে দিনভর নানা পেশাজীবীর হাজারও মানুষের মিলনমেলায় পরিণত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না। আগামী নির্বাচন হবে ২০২৩ সালের শেষের দিকে কিংবা ২০২৪ সালের প্রথম দিকে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে।

তিনি আরও বলেন, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধীদল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন, সবাই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে, ভাঙচুরের চেষ্টা করে, অগ্নিসংযোগের চেষ্টা, ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী ও আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তারা কাজ করবে।