স্মার্টফোন ভিজে গেলে একটি উপায়ে শুকিয়ে নিন

স্মার্টফোন ভিজে গেলে একটি উপায়ে শুকিয়ে নিন

রয়েল ভিউ ডেস্ক:
যদি স্মার্টফোনে পানি ঢুকে যায় তাহলে ফোনটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। একটি পদক্ষেপ বাঁচিয়ে দিতে পারে আপনার স্মার্টফোনটিকে।
বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিতে হবে ফোনটি। যতক্ষণ ফোনটি চালু থাকবে তত বেশি ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। পানি ঢুকলেও স্মার্টফোনটিকে কখনোই ঝাঁকানও উচিত নয়। এর ফলে পানি আরো বেশি ভেতরে ঢুকে যন্ত্রের কলকবজা অচল করে দেবে। ভেজা স্মার্টফোনটি ভুলেও হেয়ার-ড্রায়ার-এর সামনে নিয়ে যাবেন না। ড্রায়ারের সরাসরি তাপ ফোনটিকে খুব বেশি তাতিয়ে দিলে ফোনটি ফেটেও যেতে পারে।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনে পানি ঢুকলে ফোনটিকে ভালো করে মুছে একটি চালের বস্তায় রেখে দিতে পারেন। অন্তত ছয় ঘন্টা চালের বস্তায় থাকলে ফোনের ভেতরের পানি নিজে থেকেই শুকিয়ে যাবে।

ভেজা ফোনটি চার্জ দেওয়ার চেষ্টা না করাই ভালো। যদি একান্তই ফোনটিকে ঘরোয়া উপায়ে সারানো সম্ভব না হয় তবে দোকানে নিয়ে যান আপনার স্মার্টফোনটিকে।