সিলেট পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল

সিলেট পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল

রয়েল ভিউ ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। রোববার (১২ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে একটি বেসরকারি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছে সফরকারীরা।

দুপুরে সিলেটে আসার পর সরাসরি হোটেলে পৌঁছে দলের সদস্যরা। এর আগে রোববার সকালে আয়ারল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায় আইরিশরা। সেখান থেকে সিলেটে আসে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ। পরবর্তী দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি খেলবে। তবে এই সিরিজের জন্য সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, পবিত্র রমজানের বিষয়টি মাথায় রেখে ওয়ানডে ম্যাচ শুরুর সময় পেছানো হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই সময়ে ২০ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডেও। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আইরিশরা। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেখানে তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ, শুরু হবে দুপুর দুইটা থেকে।

একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে, সিলেটে একটি প্রস্তুত ম্যাচ খেলার কথা রয়েছে আইরিশদের। ১৫ মার্চ এই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।