সিলেটে প্রথমবারের মতো  বি.সি.পি.এস কেন্দ্র হচ্ছে

সিলেটে প্রথমবারের মতো  বি.সি.পি.এস কেন্দ্র হচ্ছে

ডা. এস. এম আসাদুজ্জামন জুয়েল
সিলেটে প্রথমবারের মতো বি.সি.পি.এস (বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্শ্ এন্ড সার্জন্স) কেন্দ্র হচ্ছে। সারাদেশে দ্বিতীয় বি.সি.পি.এস  কেন্দ্র হিসেবে অনুমোদন পেলো সিলেট। 
ঢাকার মহাখালীস্থ কেন্দ্রটিই স্বাধীনতার পর থেকে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরীর সূতিকাগার হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ওই কেন্দ্রের পরীক্ষার্থী কয়েক লাখ। সরকার ও বিশেষজ্ঞ মহলের যৌথ প্রচেষ্টায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে মোট ৪টি বিভাগের পুরাতন ৪টি মেডিক্যাল কলেজের আওতাভুক্ত ৪টি স্থানে বি.সি.পি.এস কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও যশোরে কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে।  

২০২০ সালের জুলাই মাসে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম সিলেট শহরের শেখঘাটস্থ বন বিভাগের অফিস সংলগ্ন এলাকায় নতুন প্রতিষ্ঠানের স্থান নির্ধারণ করে। 
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটে ‘ওরিয়েন্টেশন অন ট্রেনিং মনিটরিং এন্ড রিসার্চ ফর ট্রেইনার্স’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এ,বি,এম খুরশীদ আলম এ তথ্য জানান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডি এ হাসান চৌধুরীর বক্তব্যের জবাবে মহাপরিচালক এ তথ্য দেন । তিনি বলেন, চলতি বছরের জুলাই মাস থেকে সিলেট বি.সি.পি.এস কেন্দ্রের প্রশাসনিক কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই এফ.সি.পি.এস পরীক্ষার্থীরা ঢাকায় না গিয়ে এই কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে। 

গতকালের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: অধ্যাপক ড: ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা: ডি এ হাসান চৌধুরী, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া, বাড্ডা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জামাল আহমদ, অধ্যাপক ডা: আবেদ হোসেন, অধ্যাপক ডা: শাহানা রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী প্রমুখ। 
পরে ডিজি (স্বাস্থ্য) এক পর্যায়ে হাসপাতাল পরিদর্শনে যান। ওরিয়েন্টেশন বিষয়ে প্রধান বক্তা হিসেবে অধ্যাপক মোঃ রিদওয়ানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় মেডিক্যাল এক্সামিনেশন ইউনিট হলে ডা: সৌমিত্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বি,সি,পি,এস সেন্টারটি সিলেটবাসীর প্রাণের দাবি। হাসপাতাল পরিচালক বলেন, এ ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।