সিলাম উচ্চ বিদ্যালয় ও চকের বাজার প্রাথমিক  বিদ্যালয়ের সামনে গতিরোধক বাঁধ না  থাকায় বাড়ছে দুর্ঘটনা

সিলাম উচ্চ বিদ্যালয় ও চকের বাজার প্রাথমিক  বিদ্যালয়ের সামনে গতিরোধক বাঁধ না  থাকায় বাড়ছে দুর্ঘটনা
ফাইল ছবি

এম আহমদ আলী :

সিলাম পদ্মলেচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধক বাঁধ না থাকায়  বাড়ছে সড়ক দুর্ঘটনা। ফলে  উৎকন্ঠায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। এ জন্য ব্যস্ততম সিলেট-সুলতানপুর সড়কের সিলাম পিএল উচ্চ বিদ্যালয় ও চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক বিল বোর্ড ও গতিরোধক বাঁধ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষক ও অভিভাকরা। 

সিলাম পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন জানান,সিলেট-সুলতান পুর সড়কের পাশেই সিলাম পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায়ই দ্রুতগামী যানবাহনের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক বিল বোর্ড ও গতিরোধক বাঁধ নির্মাণ করেনি। ফলে দ্রুতগামী যানবাহনের চালকরা বিদ্যালয়ের সামনে এসে গাড়ীর গতি কমিয়ে দেয়ার পরিবর্তে  গতি  বাড়িয়ে দেয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

সিলাম চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল জানান, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান পাশাপাশি থাকায় দুটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় বের হওয়া অত্যন্ত ঝুকিপূর্ণ। ব্যস্ততম সিলেট-সুলতানপুর সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক,লাইটেস,কার, পিকাআপ, টেম্পু, লেগুনা,সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেল চলাচল বেড়ে গেছে। সড়কের পাশে বিদ্যালয়ের অবস্থান থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আগমন ও ছুটির সময় রাস্তায় বের হলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।  সড়ক ও জনপথ বিভাগ সিলেট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা  নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সড়ক ও জনপথ বিভাগ সিলেট এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান,সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিল বোর্ড, জেব্রা ক্রসিং,রাম্বলস্পিড স্থাপনের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে স্পিড ব্রেকার নির্মাণ করা  সম্ভব নয়।