হবিগঞ্জে শাহজাহান মিয়া হত্যা: ঢাকা থেকে তিন ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব

হবিগঞ্জে শাহজাহান মিয়া হত্যা: ঢাকা থেকে তিন ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের শাহজাহান মিয়া (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগে তার দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মগবাজার এলাকা থেকে জয়নাল মিয়া (৩২), বিলাল মিয়া (২৮) ও আকছির মিয়া (৩২) নামের ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার গ্রেফতারকৃত আসামীদের নিয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব। গত শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতাবশতঃ দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে শাহজাহান মিয়াকে আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান মিয়া। আরো কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে গত ৮ মে নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব আসামীদের ধরতে তৎপর হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজার এলাকা থেকে এ মামলার ১ নম্বর আসামি জয়নাল মিয়া ও ২ নম্বর আসামি বিলাল মিয়াকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে ৩ নম্বর আসামী আছকির মিয়াকে গ্রেফতার করা হয়। এই তিন আসামীর মধ্যে আছকির ও বিলাল আপন ভাই। 

র‌্যাব ৯ এর এসএসপি (মিডিয়া) সোমেন মজুমদার জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত ৬ মে দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতাবশতঃ তাদের নেতৃত্বে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামস্থ শাহজাহান মিয়ার বসতবাড়ির উঠানে শাহজাহান মিয়াকে আক্রমণ করে। এসময় শাহজাহানকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপ দেয়। এতে হামলার শিকার শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান। 
আসামিদের স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে প্রধান ৩ আসামি আপন ভাই জয়নাল মিয়া এবং তাদের চাচাতো দুই ভাই বিলাল মিয়া ও আকছির মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।