আওয়ামী লীগ ভোগ-বিলাসের রাজনীতি করে না: ওবায়দুল কাদের
রয়েল ভিউ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো ভোগ-বিলাসের রাজনীতি করে না, জনকল্যাণের রাজনীতি করে। বরং বিএনপিই পকেট রাজনীতি করে যাচ্ছে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়। প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। এতে রাজনীতির মর্যাদা ক্ষুণ্ন হয়।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।
খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। মানবিক কারণে তিনি জেলের বাইরে থাকলেও তার শাস্তি শেষ হয়নি।