আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে কমিউনিটি পুলিশিং কমিটির সাক্ষাৎ
রয়েল ভিউ ডেস্ক: কমিউনিটি পুলিশিং কমিটি সিলেট সিটি কর্পোরেশনের ১৬নম্বর ওয়ার্ডের সভাপতি ও ১৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার সকালে নগর ভবনে সাক্ষাৎকালে আব্দুল মুমিন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির ব্যাপারে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অবহিত করেন। এসময় মেয়র সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ১৬নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।