এক বছরে ১০১ বিলিয়ন ডলার সম্পদ কমেছে ইলন মাস্কের
রয়েল ভিউ ডেস্ক:
পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের এক বছরে সম্পদ কমেছে ১০১ বিলিয়ন ডলার। এক বছর আগে তাঁর সম্পদ ছিল ৩৪০ বিলিয়ন ডলারের আশপাশে। সেটা কমে এসে এ বছর ১৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ধনকুবেরদের ইনডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে ইলন মাস্কের সম্পদ সবচেয়ে বেশি কমেছে। তবে এখনো শীর্ষ ধনী তিনি।
ইলন মাস্ক টেসলার ব্যবসায় ধাক্কা খেয়েছেন। বাজার থেকে ৩ লাখ ২১ হাজার গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে সংস্থাটিকে। কারণ, গাড়িগুলোর পেছনের আলো ঠিকমতো কাজ করছিল না। এ ছাড়া আরও ৩০ হাজার গাড়ির এয়ার ব্যাগ কাজ করছে না ঠিকমতো। এসব কারণে টেসলার শেয়ার কমতে শুরু করেছে। ৩ শতাংশ শেয়ার কমে গেছে টেসলার এ বছর, যা গত ২ বছরে সবচেয়ে কম।
ইলন মাস্কের সংস্থা টেসলা গাড়ির পাশাপাশি সোলার ব্যাটারিও বিক্রি করে। গত সোমবারের হিসাবে টেসলার শেয়ার ৬ দশমিক ৮ শতাংশ কমে ১৬৭ দশমিক ৮৭ হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এটি সর্বনিম্ন। গত মাসের হিসাবে ২০ শতাংশ কমেছে শেয়ারের দাম, এ বছর কমেছে ৫৮ শতাংশ। সব মিলিয়ে এ বছর প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে প্রায় ৩০ শতাংশ পতন হয়েছে।
শুধু মাস্ক নন, শেয়ারবাজারে এ বছর ক্ষতির মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নল্ড, গৌতম আদানীসহ অন্যান্য ধনকুবেরও। বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে তাঁদের।