কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম  ইউনিয়নে ইপিআই ওরিয়েন্টেশন 

কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম  ইউনিয়নে ইপিআই ওরিয়েন্টেশন 

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে ইপিআই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সচেতনের লক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন-কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ প্রভাকর রায়, উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন ও স্বাস্থ্যকর্মী মোঃ আব্দুল হাছিব।

বক্তারা ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। বিষয়ভিত্তিক বক্তব্যের আলোকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন-কর্মশালার প্রশিক্ষণার্থীবৃন্দ। আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ প্রভাকর রায় বলেন, শিশুদের টিকা প্রদান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ফলে শিশুর বেড়ে উঠায় কোন প্রকার প্রতিবন্ধকতা আসে না। উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সম্বন্ধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিস নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ সকল কর্মসূচি বাস্তবায়ন তখনই স্বার্থক হবে যদি এ কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা যায়। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি