গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশন বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান আজ 

গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশন বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান আজ 

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ সোমবার। আছিয়া কুতুব ফাউন্ডেশন আয়োজিত অষ্টম প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ সকাল ১০টায় ফাউন্ডেশনের বারকোটস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান আলোচক হিসেবে থাকবেন এ্যাটর্নী জেনারেল এডভোকেট এএম আমিন উদ্দিন। বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। তারা হচ্ছেন আইন পেশায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী, শিক্ষকতায় সরকারি এমসি একাডেমীর অবসরপ্রাপ্ত শিক্ষক এএইচএম সফি, ব্যবসায় টি প্লান্টার ও বারাকা গ্রুপের পরিচালক আফজাল রশিদ চৌধুরী, একেএম আতাউল করিম এবং সমাজসেবায় গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব। 


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।