গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্টের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি অষ্টাদশ জুনিয়র বৃত্তি পরীক্ষা গত বৃহস্পতি ও শুক্রবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়া একই ভ্যানুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি চতুর্থ প্রাথমিক বৃত্তি পরীক্ষা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ ৭০ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ পৌর এলাকার ১৭ টি প্রতিষ্ঠানের ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন এহিয়া ট্রাস্টের চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ, ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, এলবি গ্রীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান, মসলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ, সমাজসেবী আহমদুর রহমান হিনু প্রমুখ।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন এহিয়া ট্রাস্টের সেক্রেটারি শাহেদ আহমদ চৌধুরী, পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মাহফুজ আহমদ চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইখতিয়ার উদ্দিন।