গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তাজ-মামন্দ ফাউন্ডেশনের ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভাদেশ্বর ইউনিয়নের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার হল পরিদর্শন করেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন মাস্টার, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, সংগঠনের সভাপতি হাফিজ আহমদ হোসেন, সহসভাপতি আব্দুল আজিজ ফলিক, সাধারণ সম্পাদক রমদান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, কোষাধ্যক্ষ ডাঃ আব্দুল মনাফ, সহ অর্থ সম্পাদক ও পরীক্ষা সমন্বয়কারী মোস্তফা আহমদ, সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন সদস্য জিয়াউল ইসলাম সাদ, উপদেষ্টা ছমির উদ্দিন, কবির উদ্দিন, রেহান উদ্দিন, ইউনিছ আলী, হাজী নজমুল ইসলাম, নুরুল ইসলাম, শিহাব উদ্দিন, বোরহান উদ্দিন, ফ্রান্স প্রবাসী হাফিজ অব্দুর রব প্রমুখ।