চুনারুঘাটে পুকুরপাড়ে মিলল ইজিবাইক চালকের গলাকাটা লাশ
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক গতকাল বুধবার রাতে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ সকালে পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চুনারুঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) অজিত কুমার দাশ বলেন, মরদেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আতাউর রহমানের ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।