ছাতকে কাস্টমস দিবসে শুল্ক  স্টেশনের মতবিনিময় সভা 

ছাতকে কাস্টমস দিবসে শুল্ক  স্টেশনের মতবিনিময় সভা 

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ছাতক, চেলা ও ইছামতী স্থল শুল্ক স্টেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

ছাতক, চেলা ও ইছামতী স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ হতে ভারতীয় কাস্টমস ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ কর্মসূচিসহ উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুপুরে ইছামতি জিরো পয়েন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের কাস্টমস সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করতে পারস্পরিক আলোচনা করেন দায়িত্বশীল কর্মকর্তারা। মতবিনিময় সভায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আরিফ মিয়া, মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফুল ইসলাম সহ উভয় দেশের কাস্টমস কর্মকর্তা ও বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাতক স্থল শুল্ক স্টেশনে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।