জৈন্তাপুরে খেলার মাঠে বজ্রপাতে প্রাণ গেল ফুটবলারের
ঝড়বৃষ্টি কিছুই ছিল না। দিনভর ছিল ৩৬ ডিগ্রি তাপমাত্রা। রোদমাখা বিকেলে চলছিল ফুটবল টুর্নামেন্ট। গ্যালারিতে দর্শকদের উল্লাস-করতালি। এমনই পরিবেশে হঠাৎ খেলার মাঠে মেনে এল বিষাদ। আকস্মিক বজ্রপাতে মাঠে লুটিয়ে পড়লেন এক ফুটবলার। রোদমাখা বিকেলের আনন্দকে বিষাদে পরিণত করে বজ্রপাতে প্রাণ হারালেন তিনি।
আজ বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে খেলা চলাকালে এ ঘটনাটি ঘটে। বজ্রপাতে প্রাণ হারানো ফুপবলারের নাম সবুজ মিয়া (২২)। তিনি জৈন্তাপুরের কেন্দ্রিগ্রামের ছগির মিয়ার ছেলে।
বিকেল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রিগ্রামের ফুটবল দল। খেলা চলাকালে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন সবুজ মিয়া। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।