ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন: আইনমন্ত্রী
রয়েল ভিউ ডেস্ক: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মন্ত্রিসভা বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে।
এর আগে সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রতিস্থাপনের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করা হবে।
তিনি বলেন, 'আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের আধুনিকীকরণ এবং এর অপব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে আমরা এই আইনের সংস্কার করে এর নাম বদলে সাইবার নিরাপত্তা আইন করতে যাচ্ছি।'
মন্ত্রী আরও বলেন, আমরা একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন অনুচ্ছেদের সংস্কার করব।