বাংলাদেশ নারী টাইগ্রেসরা লঙ্কায় পা রেখেছে

বাংলাদেশ নারী টাইগ্রেসরা লঙ্কায় পা রেখেছে


বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। বুধবার (২৬ এপ্রিল) লঙ্কায় পা রেখেছে টাইগ্রেসরা। সেখানে পৌঁছে বেশ ফুরফুরে মেজাজে আছে লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে বিশ্রাম শেষে শ্রীলঙ্কা বধের ছক কষতে শুরু করেছেন নিগার সুলতানা, ফারজানা হক পিংকি ও শামিমা সুলতানারা। কারণ আগামী ২৯ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দলের ওয়ানডে সিরিজ।
বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭ মে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ হবে কলম্বোর পি সারা ওভালে। টি-টোয়েন্টি সিরিজ হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এছাড়া আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডে ও পরে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এছাড়া বেশ যাচাই বাছাই করে টাইগ্রেস ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বেশ আত্নবিশ্বাসী। তিনি জানান, মেয়েরা জয়ের জন্য কতটা কঠিন হয়।
যাইহোক সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, সালমা খাতুন, মারুফা আক্তার ও দিলারা আক্তার। ওয়ানডে দলে আছেন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।
সর্বশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন, মারুফা আক্তার, সালমা খাতুন, রুমানা আহমেদ। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া ও সানজিদা আক্তার মেঘলা।
এক নজরে দেখে নেই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।