বিশ্বচ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে টাইগারদের সিরিজ জয়
রয়েল ভিউ ডেস্ক:
দুর্দান্ত বোলিংয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ছোট্ট পুঁজি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড। নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেই চ্যালেঞ্জ জিতে ম্যাচের সঙ্গে সিরিজ জয়ের আনন্দেও মাতল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হলো সিরিজ।
২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারায় টাইগাররা। এ ছাড়া জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড বাদে বদ দলগুলোর মধ্যে একাধিক ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কৃতিত্ব ছিল টাইগাররা। ২০১৮ সালে তখনকার বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে তাদের মাঠে হারিয়ে দেয় বাংলাদেশ।
এবার সেই তালিকায় যোগ হলো ইংল্যান্ডের নাম। সেটাও ইংলিশদের বিপক্ষে প্রথম সিরিজেই। এই সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে মাত্র এক ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের সংখ্যা হলো তিন। যেখানে ২-১ এ এগিয়ে বাংলাদেশ।
১১৮ রানের লক্ষ্য তারা করতে নেমে এদিন ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। ক্রিস জর্ডানের করা ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
ওই ওভারের প্রথম ওভারে বাউন্ডারি হাঁকিয়েছিলেন শান্তও। সব মিলিয়ে ওই ওভারের ৫ বলে ১৫ রান তুলে বাংলাদেশ। অথচ তার আগ পর্যন্ত বেশ চাপেই ছিল টাইগাররা।
শান্ত ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪৭ বলে ৩ চারে সাজান নিজের ইনিংস। বল হাতে আলো ছড়ানো মিরাজ ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৬ বলে ২০ রান করেন তিনি। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে তার ৪১ রানের জুটি দলকে এগিয়ে দেয় অনেকটা।
এ ছাড়া তৌহিদ হৃদয় ১৮ বলে ১৭ রান করেন। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৯ করে। তাসকিন অপরাজিত ছিলেন ৮ রানে।
এর আগে ইনিংসের শেষ বলে অল আউট হওয়ার আগে স্কোর বোর্ডে ১১৭ রান যোগ করে ইংল্যান্ড। দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান এসেছে বেন ডাকেটের ব্যাট থেকে। ওপেনার ফিল সল্ট করেন ১৯ বলে ২৫ রান।
মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় নেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এ ছাড়া সাকিব, তাসকিন, মোস্তাফিজ ও হাসানের নামের পাশে ১টি করে উইকেট।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আগামী মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যা এখন শুধুই আনুষ্ঠানিতকা মাত্র। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছিল ইংল্যান্ড।