যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দেন শেখ হাসিনা ---------------ডা. দুলাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল ও সতেজ করে তুলে।
তিনি বুধবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর ফকিরপাড়া এলাকায় একটি মিনিফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন।
ডা. দুলাল বলেন, খেলাধুলা দেশের প্রতি ভালোবাসা,কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। খেলাধুলায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ প্রহণ করেছিলেন। তাঁর সে পথ অনুসরণ করে তাঁরই কন্যা দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এর আগে, ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল আহমদ, যুবলীগ নেতা আলমগীর জামান বুলবুল, অলিউর রহমান, রাসেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, জুবায়ের আহমদ, শেখ মুমিনুল হাসান, খালেদুজ্জামান রিফাত, দেওয়ান রাকাদ, রিবুল আহমদ, সরওয়ার সিদ্দিক প্রমুখ।-বিজ্ঞপ্তি