লিডিং ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন
রয়েল ভিউ ডেস্ক: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে ৩য় বারের মতো উদ্বোধন হলো দুদিন ব্যাপী পর্যটন মেলা-২০২৩। সোমবার শুরু হওয়া এই মেলায় সিলেটের ১৩টি পর্যটন প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো ট্রাভেলার অব সিলেট, নেক্সট ট্রাভেলার, কোথায় যাবেন, ট্রিটপ এডভেঞ্চার ফার্ম, গালিভার এক্সপ্রেস, সিলেট বাংলা টি এন্ড ট্যুরিজম, গ্রাসরুট ট্যুরিজম, ট্রাভেলার অব গ্রেটার সিলেট ও সাদাপাথর পরিবহন ট্যুরিস্ট বাস। মেলা চলবে আজ বিকেল পর্যন্ত।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটি এর ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অন্যান্য শিক্ষক ও লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুল হালিম প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মালিকরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পর্যটন মেলা-২০২৩ একটি সুন্দর উদ্যোগ। এই মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্য ও সেবা সম্পর্কে সবার কাছে তুলে ধরতে পেরেছি।" মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিলো ব্যাপক। দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে জানতে পেরে সন্তুষ্ট ছিলেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়। মেলার দ্বিতীয় দিন উন্মোচন হবে লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের ট্রাভেল ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা।