শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে ...এডভোকেট নাসির উদ্দিন খান
রয়েল ভিউ ডেস্ক : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে। এখন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য কোথাও ধরণা দিতে হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়তে সঠিক শিক্ষানীতি নিয়ে দেশ এগিয়ে চলছে। শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন পাঠ্যবই দেয়া হচ্ছে। আমাদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সমন্বিত শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে বিদ্ব্যান ও দেশপ্রেমিক মানুষ হতে হবে।
শনিবার কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পূর্বতন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (ভিটিআই) শতবর্ষ উদযাপন উপলক্ষে লোগো ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদযাপন পরিষদের সভাপতি শাহ মো: হারুনুর রশীদ চিশতির সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিব হাসানের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বক্স লিপন, সাংবাদিক রোটারিয়ান পিপি শাহজাহান সেলিম বুলবুল, ২৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর রায়হান আহমদ, কলেজের ইন্সট্রাক্টর ও একাডেমিক ইনচার্জ রতন কুমার সেন, মো: আব্দুর রশিদ, মাহবুুব হাসান, অরুণ শর্মা, উজ্জ্বল কুমার দে, নিরাপত্তা ইনচার্জ শফিকুল ইসলাম, সমাজসেবী হাজী আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের অর্থ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো: জসিম উদ্দিন, সদস্য লুৎফুর রহমান, সোনিয়া আক্তার, আনিসুর রহমান, রফিকুল ইসলাম, আ স ম জাকারিয়া জনি, আসিফ আহমদ আরিফ, রাহেল আহমদ, আবিদুর রহমান কয়েস, হাবিবুর রশিদ জনি।
অনুষ্ঠানে প্রথম রেজিস্ট্রেশন করেন বর্তমান শিক্ষার্থী সাথী আক্তার। লোগো সেরা নির্মাতা মিছবাহ উদ্দিন সাফওয়ানকে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাবেল আহমদ, গীতা পাঠ করেন অয়ন মল্লিক। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের শিল্পীরা গান পরিবেশন করেন। সার্বিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রেড ক্রিসেন্ট এবং স্কাউট ইউনিট।