শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে ...প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা সমাজের সম্পদ। তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুশিক্ষা ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠাগুলো কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থী দেশে-বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে সমাজ বিনির্মাণে অবদান রাখতে সক্ষম। আমাদের উচিত তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা।
শনিবার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ সাজিদ আলী এন্ড ইশাদ আলী উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক অমলকান্তি দাস ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওদুদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, হযরত শাহপরান সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঋষিকেশ ধর, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ওজি মোহাম্মদ কাওসার। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল মুনিম এনাম, পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালিক পাখি, জিল্লুর রহমান, ইউনিয়ন সদস্য আব্দুল মালিক, বিদ্যালয়ের শিক্ষক শাহানুর আহমদ, প্রাক্তন শিক্ষার্থী অলিউর রহমান, বর্তমান শিক্ষার্থী সাবিনা আক্তার।
মঞ্চে উপস্থিত ছিলেন, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রিন্সিপাল বিজিত চক্রবর্তী, লক্ষণাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এ কে এম মতিউল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফলকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান মিয়া, প্রাক্তন শিক্ষার্থী এলমিন সুলতানা ।
এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক আলোচনাসভায় অংশগ্রহণ করেন শিক্ষিকা বেদানা বেগম, রুবেল আহমদ মাস্টার, সাংবাদিক আবুল কাশেম রুমন, কাউসার আলম, মোজাম্মেল হক সুজা, ইমরান আহমদ, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম বাপ্পি, তান্নি বেগম, রুদ্র পাল প্রমুখ। এ উপলক্ষে ৩০ বছরের মুকুর নামে এসএসসি ২০০০ ব্যাচের সৌজন্যে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।