শনিবার থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন
রয়েল ভিউ ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন প্রকাশিত রুটিনে এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়। নতুন রুটিন অনুযায়ী, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর ক্লাস হচ্ছিল সপ্তাহে একদিন।
তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে একদিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে ছয় দিনই চলবে।
এ ছাড়া করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিশু শ্রেণি, নার্সারি বা কেজি শ্রেণির মতো প্রাকপ্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।