শিবের বাজার ফাঁড়ি পুলিশের ভারতীয় মাদক উদ্ধার
রয়েল ভিউ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১শ’ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করেছে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ( রেজি নং- সিলেট মেট্রো-ন-১১-২১৬৩) আটক করা হয়েছে।
গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শিবেরবাজার সালুটিকর সড়কের অস্ট্রেলিয়া পয়েন্ট নামক স্থানে চেকপোস্টে একটি পিকআপ থেকে মাদক উদ্ধার করে পুলিশ। এরপূর্বে পুলিশ গাড়ি থামানোর নির্দেশ দিলে মাদক পাচারকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানার এএসআই(নিঃ) আহসান কবির বাদী হয়ে পলাতক আসামী কোম্পানীগঞ্জ উপজেলার মোঃ আশিক (২৬), নোয়াগাও এর মোঃ কমর আলী এবং জালালাবাদ থানার মোঃ খসরু মিয়া(৫০) এবং আহমদ (৪২) কে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।